রকিবের ব্লগ
কেন বইটা লিখতে চাইলাম? 👋
লিখছি দায়বদ্ধতা থেকে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শিখেছি অনেক। চেষ্টা করেছি নীতিনির্ধারণীতে অনেক ইনপুট দিতে, ডাটা থেকে। সেই ইনপুট থেকে অনেক 'ইনফর্মড ডিসিশন' নিয়েছে রাষ্ট্র। সেগুলোর অনেক ফলাফল আছে চোখের সামনে। তবে, সরকারি সিস্টেম থেকে বের হয়ে যাব সামনের বছর। সেকারণে এই লেখালেখি, পরবর্তী প্রজম্মের জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অসাধারণ একটা সময় কেটেছে এই ৩০ বছর। সৃষ্টিকর্তা চাইলে সামনে লিখবো আরও।
Posted November 4, 2020 by রকিবুল হাসান ‐ 0 min read