কনটেন্টে যান

হাতেকলমের কিছু টুল

গিটহাব ডেটা অ্যানালাইটিক্স টুলকিট, ফর্ক অথবা ডাউনলোড করে নিন আপনার কাজে

আমি সব সময়ই হাতেকলমে কাজ করতে বিশ্বাসী। আর সে কারণে, অনেকগুলো ডাটাসেট, এক্সারসাইজ করে দেওয়া মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বি আই ডকুমেন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় টুল ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। তবে আমার অনুরোধ থাকবে, পুরো লিংকটা কে ফর্ক করে নিতে আপনার গিটহাব একাউন্টে। ফলে, সেখানে ডকুমেন্ট ‘মডিফাই’ করতে বাধা থাকবে না আর।

https://github.com/raqueeb/data_analyst

মাইক্রোসফট এক্সেল, গুগল-শীট, মাইক্রোসফট পাওয়ার বিআই, ট্যাবলিউ

আমরা মাইক্রোসফট এক্সেল অথবা গুগল-শীট নিয়ে সামনে কাজ দেখাবো। তবে, আমার আইডিয়া হচ্ছে আপনাদেরকে বেশকিছু অ্যাডভান্সড বিজনেস এনালাইটিক্স টুলের সাথে পরিচয় করে দেয়া - যাতে আমরা পৃথিবীর সাথে টেক্কা দিতে পারি। আমি এখনো মাইক্রোসফট এক্সেল এবং গুগল শীট নিয়ে কাজ করি, তবে যখন আমি ধারণা করি ডাটা আমাকে সারপ্রাইজ দেবে, (কিছুটা, সারপ্রাইজ মি স্টাইলে) - তখন মাইক্রোসফট পাওয়ার বিআই,অথবা ট্যাবলিউ চালু করি।

ইদানিং মাইক্রোসফটের সব অ্যাপ্লিকেশন পাওয়া যায় মাইক্রোসফট স্টোরে। অথবা, নিচের এই লিংক নিয়ে যাবে মাইক্রোসফট স্টোরে। মাইক্রোসফট স্টোর দিয়ে অ্যাপ্লিকেশন সরাসরি ডাউনলোড এবং ইনস্টল হয়ে যায়। যেহেতু অ্যাপ্লিকেশনটা শেখার জন্য ফ্রী, সে কারণে এই অ্যাপ্লিকেশনটা আপনার পিসিতে রাখার জন্য একটা মাস্ট লিস্ট।

https://powerbi.microsoft.com/en-us/downloads/

বিজনেস এনালাইটিক্স ‘এন্ড টু এন্ড’ সিস্টেমের জন্য ট্যাবলিউ এর নাম বিশ্বখ্যাত। এর ট্যাবলিউ পাবলিক শেখার জন্য দুর্দান্ত জিনিস। শিখতে চাইলে পৃথিবীর সব বড় বড় বিজনেস এনালাইটিক্স সলিউশন খুলে রেখেছে আমাদের জন্য। শিখতে চাইলে বাধা নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শিক্ষার্থীদের জন্য এদের লাইসেন্স সহনীয়, চাইলেই পাওয়া যায়। তবে, ট্যাবলিউ পাবলিক দিয়ে চমৎকার ভাবে শেখা সম্ভব। নিজের ইমেইল এড্রেস দিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নিন এই অসাধারণ টুল।

https://public.tableau.com/

আরেকটা কথা। যারা আমার মতো ফাঁকিবাজ, তাদের জন্য ট্যাবলিউ পাবলিক নিয়ে এসেছে ওয়েব ভার্সন। সহনীয় স্পিডের ইন্টারনেট থাকলে, ওয়েব ভার্শন ট্যাবলিউ পাবলিক দিয়েই কাজ চলে। তবে, এই সুবিধা নেবার জন্য আপনাকে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে ট্যাবলিউ পাবলিক সাইটে। নিজের প্রোফাইল হতে পারে https://public.tableau.com/profile/yourname/ ।

আপনার প্রোফাইলে গেলে সবচেয়ে বাম পাশে পাবেন একটা নীল রঙের বাটন। লেখা, [+ Create a Viz]

উপরের কাজগুলো না করে সামনে যাওয়া যাবে না

  1. ফর্ক অথবা ডাউনলোড করুন ডেটা অ্যানালাইটিক্স টুলকিট
  2. চালু করুন ট্যাবলিউ পাবলিক ডেস্কটপ, অথবা চাপ দিন [+ Create a Viz] বাটনের উপর, ট্যাবলিউ পাবলিক ওয়েব ভার্সন (নিজের প্রোফাইল তৈরি করে নিতে হবে আগে) অথবা,
  3. চালু করুন মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ অথবা ওয়েব (ছোট ডেটাসেটের জন্য) ভার্সন

১, ২ অথবা ৩ -- তৈরি তো?

এর পাশাপাশি, যেকোন স্টার্টআপদের জন্য (যারা নিজের হাতে সব ক্ষমতা চান, কাজ করতে চান একদম গ্রাউন্ড-আপ থেকে)

আমার পছন্দের কিছু ওপেনসোর্স টুল

পাইথন ভিত্তিক

  1. ডাটাপ্রেপ
  2. সুইটভিজ
  3. এক্সপ্লেইনার ড্যাশবোর্ড
  4. প্লটলি এক্সপ্রেস
  5. ডিথ্রি
  6. আরো পাবেন https://github.com/raqueeb/data_analyst লিঙ্কে।

ওপরের ওপেনসোর্স টুলগুলো নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আমি। কারণ, আমি চাই ডাটার এই ক্ষমতা ছড়িয়ে পড়ুক দেশজুড়ে।