ভিজুয়ালাইজেশনে ভ্যারিয়েবল

ভিজুয়ালাইজেশনে ভ্যারিয়েবল কিভাবে ফেলা যেতে পারে?

আমরা যখন এই ভ্যারিয়েবেলগুলোকে একটা ডাটাসেটে ব্যবহার করি, তখন সেগুলোকে সাধারণত আমরা ‘ফিল্ড’ হিসেবে অর্থাৎ কলামে ফেলতে চাই। এখানে “ভেরি গুড” কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ - দুটোই হতে পারে। চলুন, আমরা কিছু ভিজুয়ালাইজেশন দেখি যেখানে এ ধরনের দুটো ভেরিয়েবলকে প্লট করতে পারি।

কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলগুলোর আলাদা ধরনের ব্যবহার আছে ভিজুয়ালাইজেশনে:

ক. কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে সে ধরনের ডাটা এলিমেন্ট যাকে আমরা ‘ক্যালকুলেট’ করতে পারি। এর অর্থ হচ্ছে তাদেরকে আমরা ‘এগ্রিগেশন’, - যোগ (সাম), গড় (এভারেজ) করতে পারা হচ্ছে ‘এগ্রিগেশন’ এর দুটো উদাহরণ।

খ. কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল ভিজুয়ালাইজেশন এর বিভিন্ন লেভেলে ডিটেইলিং তৈরি করে। এটা করার কারণ হচ্ছে - আমরা যখন ডাটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাগ, আলাদা করে সেগমেন্ট করে সেটাকে বোঝা, যা আমাদেরকে সাহায্য করে ডাটার ভেতরের ডিটেইলস ঠিকমত বুঝতে। আমরা যখন এক্সেল অথবা পাওয়ার বিআই নিয়ে কাজ করব, তখন শুরুতে এ ধরনের ধারণা কাজে না লাগলেও, এই ব্যাপারগুলোতে ‘ট্যাবলিউ’ অসাধারণ মানের প্রজ্ঞা দেয়। বেসিক জিনিস নিয়ে কাজ করার জন্য ‘ট্যাবলিউ’ এখনো অসাধারণ। একারণে শুরুতে আমি ‘ট্যাবলিউ’ নিয়ে কাজ করার জন্য অনুরোধ করবো।

ছবি

আমরা উপরে যে (ভিজুয়ালাইজেশন) বিশ্লেষণটা তৈরি করেছি - সেটা একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল যেখানে প্রফিটকে দেখিয়েছি। এখানে প্রফিট হচ্ছে সংখ্যাগত একটা মান যাকে একটা বার-চার্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। বার চার্ট দিয়ে প্রফিট কতটুকু সেটা এক টানেই আমরা বুঝতে পারছি। এখানে প্রফিটের কথায় সংখ্যাই হচ্ছে মূল। এবং সংখ্যা দিয়েই একটা ভিজুয়ালাইজেশন এর ভিত্তি তৈরি হচ্ছে।

ছবি

এই ছবিটি দেখুন। এখানে আমরা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের পাশাপাশি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলকে এনেছি। এই ভিজুয়ালাইজেশন এ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এর প্রফিট এর পাশাপাশি কোন কোন ব্যাবসায়িক ক্যাটাগরিগুলো কি পরিমান প্রফিট করছে সেগুলো দেখাতে পারছি। এখানে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে পুরো ব্যবসার প্রফিট, যা এগ্রিগেটেট, অর্থাৎ ‘সাম’।

তবে এর পাশাপাশি, যখন তিনটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল যেটাকে আমরা ক্যাটাগরি হিসেবে দেখাচ্ছি সেখানে সেই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রফিট সেগমেন্ট হিসেবে আমরা দেখছি। এরমধ্যে ফার্নিচার, অফিস সাপ্লাই, এবং টেকনোলজি দেখতে পাচ্ছি। একই ভিজুয়ালাইজেশন - তবে দুই ধরনের ভ্যারিয়েবল দুটো আলাদা ডাইমেনশন নিয়ে এসে দিয়েছে।