কনটেন্টে যান

বক্স প্লট এবং হিস্টোগ্রাম

বক্স প্লট এবং হিস্টোগ্রাম পাশাপাশি দেখা

আমাদের মনে হতে পারে যে কিভাবে একটা বক্স প্লট, হিস্টোগ্রাম থেকে আলাদা হবে যখন ডিসট্রিবিউশন নিয়ে কথা বলছি?

প্রযোজ্যতা কোথায়?

  1. হিস্টোগ্রাম সাধারণত “বিণ” অর্থাৎ একেকটা বাক্স ব্যবহার করে যার মাধ্যমে বিভিন্ন ভ্যালুর ফ্রিকোয়েন্সি বোঝা যায়।
  2. বক্স প্লটে ডাটা ডিস্ট্রিবিউশনে মধ্যের ৫০% এর ডাটা রিপ্রেজেন্টেশন বক্সের ভেতরে থাকে। এর পাশাপাশি “আউটলাইয়ার” বক্সের বাইরে এবং হুইসকারের বাইরে থাকে।

এই দুটো জিনিসকে একেবারে পাশাপাশি প্লট করলে নিচের ছবির মত আসতে পারে। আমরা যদি আগের ডাটাসেটের প্রতিটা মানুষের উচ্চতার ডিসট্রিবিউশন দেখতে চাই তাহলে এ ধরনের দুটো ছবি দেখা যেতে পারে। উপরেরটা হিস্টোগ্রাম, এবং নিচেরটা বক্স প্লট। মজার কথা হচ্ছে, বক্স প্লট কম জায়গায় হয়ে যায়। এবং এগুলোকে পাশাপাশি খুব সহজে তুলনা করা যায়। সে দিক থেকে তিনটা আলাদা আলাদা হিস্টোগ্রাম অনেক বেশি জায়গা নিয়ে নেয়। তবে সত্যি কথা বলতে, দুটোর উপযোগিতা দু'ধরনের।

ছবি