উৎসর্গ

পরিসেবা

প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের,

যাদের প্রতিনিয়তঃ উদ্ভাবনায় সহজ হচ্ছে সরকারি সেবা। সেবাগুলোকে সহজ করে নিয়ে যাচ্ছেন মানুষের দোরগোড়ায়।

নীতিমালার মারপ্যাচে নয় বরং কী করলে মানুষের জীবন সহজ হয়, সেই ছোট ছোট উদ্ভাবনায় কাটছে যাদের প্রতিদিন। তবে, এই বিশাল জনগোষ্ঠীকে পরিসেবা দিতে তাদের দরকার একটা জাদুর কাঠি, যা ছুঁয়ে দেবে ১৭ কোটি জীবনকে, তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে। সেই জাদুর কাঠি নিয়ে এই বই, যা পাল্টে দিচ্ছে 'বুদ্ধিমান' দেশগুলোকে।

ধন্যবাদ বাংলাদেশ সেনাবিহিনী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে সেরা ৩০টা বছর দেবার জন্য। বিশেষ করে, আমার 'অন্তর্দৃষ্টি' খুলে দেবার ব্যাপারে।

এই বইটি হয়তোবা আরও ৫ বছর পর লেখা যেতো, তবে, আমার মনে হয়েছে - অনেক কাজ অসাধারণ গতিতে এগিয়েছে, ভেতরে ভেতরে। প্রযুক্তির একদম ভেতরের মানুষ হিসেবে বলছি। এখন দরকার শুধুমাত্র যোগসুত্র, সংস্থাগুলোর মধ্যে। টাইম লাইন, মাত্র ৩ বছর।